শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ - ১৯:৩৯
পাকিস্তান: আমরা ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে স্বাগত জানাই

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহের আন্দরাবি বলেছেন, ইরানের সঙ্গে যৌথ গ্যাস পাইপলাইন প্রকল্প এবং স্থানীয় মুদ্রায় বাণিজ্য চালুর উদ্যোগ পাকিস্তান গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি জোর দিয়ে বলেন, ইসলামাবাদ তেহরানের সঙ্গে কৌশলগত পর্যায়ের অংশীদারিত্বকে স্বাগত জানায়।

হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আন্দরাবি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সাম্প্রতিক বক্তব্যকে প্রশংসা করে বলেন, “দুই দেশের সক্ষমতা ব্যবহার করে কৌশলগত অংশীদারিত্ব গঠনের সম্ভাবনা নিয়ে ড. লারিজানির বক্তব্য আমাদের জন্য আশাব্যঞ্জক। এটি পাকিস্তানের নেতৃত্বের নীতি—ইরানের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার—সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।”

তিনি বলেন, “বর্তমান সম্পর্কের বাইরেও বহু সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে, যেখানে সহযোগিতা বাড়িয়ে এটিকে কৌশলগত স্তরে উন্নীত করা সম্ভব।”

মুখপাত্র আরও জানান, স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়টিও সাম্প্রতিক আলোচনার অন্যতম প্রাধান্য পেয়েছে এবং পাকিস্তান সক্রিয়ভাবে এ উদ্যোগ বাস্তবায়নের দিকে এগোচ্ছে।

ইরান–পাকিস্তান গ্যাস পাইপলাইন আলোচনার কেন্দ্রে
তাহের আন্দরাবি বলেন, “ইরান–পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প সবসময়ই দুই দেশের আলোচনার কেন্দ্রে ছিল এবং এটি আমাদের অগ্রাধিকার তালিকায় দৃঢ়ভাবে রয়েছে।”

তিনি আরও যোগ করেন, “তেহরান ও ইসলামাবাদ উভয় দেশই বিশ্বাস করে, এ প্রকল্প দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই বাস্তবসম্মতভাবে এগিয়ে নেওয়া সম্ভব।”

ইরনার তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ইসলামাবাদে আলী লারিজানির সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার কথা উল্লেখ করে বলেন, “ইরান–পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের কার্যকর ও পারস্পরিক সুবিধাজনক সমাধান এখন সময়ের দাবি।”

তিনি সাম্প্রতিক প্রযুক্তিগত আলোচনার প্রশংসা করে জানান, “পাকিস্তান তেহরানে পরবর্তী দফা আলোচনার অপেক্ষায় রয়েছে এবং দ্রুত অগ্রগতির বিষয়ে আশাবাদী।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha